সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে Business Card এর Mockups ফাইল,Preview Image Ready করবেন Graphicriver এ সাবমিট করার জন্য । সাথে থাকছে Information file

কেমন আছেন সবাই? আজকে কিছু গরুত্বপূর্ন জিনিস শেয়ার করবো যেইটার জন্য অনেকে Graphicriver এ বিজনেস কার্ড সাবমিট করতে পারেনা। গ্রাফিক্সরিভারে একটি Business Card কার্ড সাবমিট করতে হলে প্রথমে Business Card টি মকআপস ফাইলে রেডি করতে হয়। তারপর একটি প্রিভিউ ইমেজ রেডি করতে হয় যারা বায়ার তাদের জন্য presentation বলতে পারেন খুব সুন্দর ভাবে প্রিভিউ ইমেজ রেডি করতে হয়। এরপর থামনেইল এবং স্ক্রিনশটস ফাইল এর সাথে মেইন ফাইল সব কিছুই গুরুত্বপূর্ন গ্রাফিক্স রিভারে  Business Card সাবমিট করতে হলে। এছাড়া তো ইনফরমেশন টেক্সট দিতে হবে। এখানে html code  দিয়ে রেডি করতে হয়। সব কিছু বলা সম্ভব না তাই টিউটোরিয়াল তৈরি করেছি খুব সুন্দর ভাবে গুছিয়ে বলেছি যেন আপনদের সকলের বুঝতে সুবিধা হয়। মনে রাখবেন Business Card এর মকআপস এর উপর অনেক কিছু  নির্ভর করে আপনার ডিজাইন সুন্দর কিন্তু ভাল মকআপস এ যদি না বসান তাহলে Business Card টি সুন্দর লাগবেনা আর দেখতে সুন্দর না হলে কেউ কিনবেনা। ধন্যবাদ সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ

আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন? বা গ্রাফিক্স ডিজাইন কোর্স করছেন, কিনতু ইংরেজীতে প্রচুর দুর্বল। আপনি কি পারবেন সফল হতে?


আজ আমি কিছু বেসিক ধারনা দিবো ইংরেজী কতটা গুরুত্বপূর্ন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আমি গতকাল  একটি ট্রেনিং সেন্টার গেছিলাম আমার বন্ধুর জন্য সে গ্রাফিক্স ডিজাইন শিখবে। সব কিছুই ভাল ছিল কন্তিু আমি জিজ্ঞাসা করলাম ইংরেজী তো বেশি পারে না কাজ কিভাবে করবে? আমাকে উত্তর দিল ভাল ভাবে কাজ শিখতে পারলেই আর কোন অসুবিধা নেই।

ইংরেজী না জানলেও হবে বেসিক পড়ে উত্তর দিলেই হবে। আমি তো পুরাই টাসকি হালা কয়কি? আবার এটাও বললো ক্লায়েট আপনাকে গ্রাফিক্স এর কাজ দিবে যা বলবে সব তো ফটোশপ নিয়ে এর বাইরে তো কিছু বলবে না। কি আর কমু আমি! আমি নতুন ডিজাইনার এইসবের কিছুই বুঝিনা বাপু।
এবং আমি লক্ষ্য করেছি যে প্রায় ট্রেনিং সেন্টার গুলোতেই এই রকম সমস্যা তারা ইংরেজী গুরুত্ব  দেয়না বা ইংরেজী শিখতে হবে এমন কোন চাপ ও দেয়না। আমাদের বাংলাদেশ এখন মার্কেটপ্লেসে শেরা স্থানে আছে স্প্যামার হিসাবে। কেন? সামান্য একটা কভার লেটার লিখবে তাও গুগল থেকে কপি করে নেই।

এখন আপনারাই বলেন গ্রাফিক্স ডিজাইন শিখে অভিজ্ঞতা বানিয়ে তার কি লাভ হলো? যেখানে সে মূল জায়গাতেই ধরা! আপনি অ আ ক খ বুঝিয়ে যদি কোন কাজ পেয়েও থাকেন ক্লায়েন্ট আপনাকে অনেক  কিছু বললো এখন আপনাকে বললো কলা গাছ কেটে খেজুর গাছ বাসাও আপনি যদি খেজুর গাছ কেটে কলা গাছ লাগান কাজ কি হবে?

এখন আসি আসল কথায় 

আপনি ইংরেজীতে খুব খারাপ তাই বলে কি আপনি ইনকাম বা একজন ফ্রিল্যান্সার হতে পারবেন না?
অবশ্যই পারবেন। আপনার জন্য রয়েছে অসংখ্য সুযোগ।

১. আপনি যদি ইংরেজীতে দূর্বল থাকেন তাহলে তাহলে মার্কেটপ্লেস থেকে ভাল হবে গ্রাফিক্সরিভারে কাজ করা। কারন এখানে আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। সব কিছুই সবাই লেখেই দেয় যেই আপনি হালকা চেঞ্জ করে নিজের করে চালিয়ে নিতে পারবেন।

গ্রাফিক্স রিভারে আপনার ডিজাইন আইটেম সেল করে প্রতিমাসে প্রচুর ডলার ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে কারো সাথে কথাও বলতে হবেনা। আপনার কাজ শধু ডিজাইন সাবমিট করা ডিজাইন যদি এপ্রুভ হয় তাহলে আর বাকি কাজ ইনভাটোর।

২. শধু যে গ্রাফিক্সরিভার এই কাজ করার সুযোগ আছে তা নয় আরো বেশ কয়েকটা রিসেলেবল মার্কেটপ্লেস আছে যেখানে আপনার ডিজােইন সেল করতে পারবেন।

৩.  এছাড়া আপনি কনটেস্ট মার্কেটপ্লেস এ জয়েন করতে পারেন। এখানে ও আয়ের সুযোগ রয়েছে প্রচুর। যদিও এটা সম্ভবনা তারপর ও আপনি যত বেশি কনটেস্ট এ জয়েন করবেন ততো আপনার ডিজাইন আইডিয়া বাড়বে অভিজ্ঞতা বাড়বে।

আমার বন্ধু শুধুমাত্র কনটেস্ট এ জয়েন করে প্রতি মাসে তার টার্গেট থাকে মিনিমাম ৫টা কনটেস্ট  Win করা এবং সে প্রতি মাসে ৫/৮ কনটেস্ট Win করে প্রতিমাসে তার ইনকাম  ৪০০ ডলার  থাকে।
৪. বর্তমানে টি-শার্ট ডিজাইন করে ও প্রচুর আর্ন করা যাচ্ছে  যেখানে আপনার কাজ শুধু ভাল মানে ডিজাইন করা এবং সাইট ও দেওয়া আর এরপর সাইটের কোন ভিজিটর এর পছন্দ হলে সে ডিজাইন করা টিশার্টটি কিনলে আপনার একাউন্ট এ ডলার জমা হয়ে যাবে। এর জন্য যদিও আপনাকে বেসিক মার্কেটিং শিখে নিতে হবে। তাহলে প্রচুর সেল পাবেন।

পরিশেষে বলবো ইংরেজীর গুরুত্ব অপরিসীম যা বলে বুঝানোর বাইরে। আজ আমরা স্প্যামার কেন? কারন আমরা ইংরেজী জানিনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের দেশে অনেক ভাল ডিজাইনার আছে শুধু ইংরেজীর মান ভাল না থাকায় অনেক ক্লায়েন্ট এদের সাথে কাজ করতে চাইনা কারন কথা বলে ক্লায়েন্ট মজা পায়না বা এত সময় নেই আপনাকে বার বার বুঝাবে।


আমি মাত্র একটি কথায় বলবো আপনি ফ্রিল্যান্সার হতে চান যেকোন  সেক্টর পছন্দ করে কাজ শিখেন  এবং ইংরেজী ভাল না জানলে ইংরেজী টা ও শিখতে থাকেন কারন  এটাও সমান গুরুত্বপূর্ন।

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
আপনাদের যেকোন সমস্যায় আমার পেজে জানাতে পারেন

মন্তব্যসমূহ

  1. Assalamu alaikum......vaia kmn achen.....? Nishchoy Mohan Allah Pak er asesh rohomote valoi achen....Akta proshner uttor jana khub dorkar...r ta holo ami jodi freepik theke kono design element jemon- 1. Texture, 2. Background, 3. Pattern, 4. Effect and aro anek kichu ache je gulo free download kore segulo diye design kore portfolio banano jabe ki...?...plz...vaia jodi doya kore ektu bolten..tahole khub e upokrito hotam...Valo thakben...Allah Hafez

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি কি গ্রাফিক্স ডিজাইনার? গ্রাফিক্স রিভারে এখনো কোন আইটেম Approve করাতে পারেননি তাহলে এই টিউনটি আপনার জন্য

কেমন আছেন সবাই।  আমরা অনেকে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ক্যারিয়ার তৈরি করার জন্য খুব আগ্রহি অনেকে আবার কোর্স   করেও কোন কিছুই করতে পারেননি বা ইনকাম হয়না কাজ নাই বলেই ছেড়ে দিয়েছেন।আসলে ইনকাম এত সহজ না কঠোর পরিশ্রম এবং অনেক সময় ব্যায় করার পর ই সফলতা আসবে। আজকে আমি গ্রাফিক্স রিভার নিয়ে কথা বলবো, এতে নতুন এবং মিড লেভেল এ যারা আছেন তাদের অনেক উপকারে আসবে আশা করছি।যাদের কোস চলছে এবং ফটোশপ শেষ তারা অবশ্যই জানেন গ্রাফিক্স রিভার কি? তারপর ও নতুনদের জন্য বিস্তারিত বলে দিচ্ছি। গ্রাফিক্স রিভার কি? গ্রাফিক্স রিভার একটি  Resalable মার্কেটপ্লেস।গ্রাফিক্স রিভার এনভাটোরই একটি সাইট, আপনি এই সাইটে আপনার ডিজাইন বিক্রি করতে পারবেন। ডিজাইন বা আপনার আইটেম বিক্রি হলে আপনি প্রতি সেলে ৫০% পাবেন। আমি কি সব ডিজাইন জমা দিবে পারবো বা বিক্রি হবে? না আপনার ডিজাইন যদি মানসম্মত হয় তাহলেই আপনার ডিজাইন এপ্রুভ হবে। আর ডিজাইন যদি এপ্রুভ হয় তাহলে সেলের সম্ভবনা ৯০% আপনার ডিজাইন বিক্রি হবেই। কি কি ডিজাইন সেল করতে পারবো? আপনি business card, brochure, flyer, folder, email signature, product mockup, invita

গ্রাফিক্স রিভার থেকে একজন গ্রাফিক্স ডিজাইনার কিভাবে ইনকাম করে? আপনি গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স রিভারে কাজ করতে চান?

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রাফিক্স রিভার থেকে কি পরিমান ডলার ইনকাম করা যায়। গ্রাফিক্স রিভার একটি রিসেলেবল মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার ডিজাইন করা টেমপ্লেট বিক্রি করতে পারবেন। গ্রাফিক্স রিভারে প্রিন্ট ডিজাইন ওয়েব এলিমেন্ট ছাড়াও লগো মকআপস, ফটো ম্যানিপুলেশন ফটোশট অ্যাকশন ছাড়াও অনেক প্রোডাক্ট পাবেন।এছাড়া এভাটোর অন্য সাইট থিমফরেস্ট এখানে আপনি আপনার তৈরি করা পিএসডি ওয়েব টেমপ্লেট বিক্রি করতে পারবেন। বলা সহজ কিন্তু আসলে এটা এত সহজ না কারন এখানে প্রোডাক্ট এপ্রুভ করানো খুব কঠিন। আর যদি এপ্রুভ হয় তাহলে ঐ প্রোডাক্ট সেল হওয়ার সম্ভবনা ৭০% থাকে। অনেক ভাল গ্রাফিক্স ডিজাইনারা বিশেষ করে গ্রাফিক্স রিভার থিম ফরেস্ট এর একাউন্ট এর দিকে বেশি নজর দেন কারন এখানে কোন বিড করতে হয়না টেমপ্লেট এপ্রুভ হয়ে গেলে আর কোন কাজ নেই ১০০০ প্রোডাক্ট হয়ে গেলেই প্রতি মাসে তার ইনকাম ৩০০/৪০০ডলার ধরে নেওয়া যায়। তাহলে ভাবুন মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি কতটা গুরুত্বপূর্ণ  গ্রাফিক্স রিভার ও থিম ফরেস্ট এ কাজ করার। আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি বিস্ত