কেমন আছেন সবাই? আজকে কিছু গরুত্বপূর্ন জিনিস শেয়ার করবো যেইটার জন্য অনেকে Graphicriver এ বিজনেস কার্ড সাবমিট করতে পারেনা। গ্রাফিক্সরিভারে একটি Business Card কার্ড সাবমিট করতে হলে প্রথমে Business Card টি মকআপস ফাইলে রেডি করতে হয়। তারপর একটি প্রিভিউ ইমেজ রেডি করতে হয় যারা বায়ার তাদের জন্য presentation বলতে পারেন খুব সুন্দর ভাবে প্রিভিউ ইমেজ রেডি করতে হয়। এরপর থামনেইল এবং স্ক্রিনশটস ফাইল এর সাথে মেইন ফাইল সব কিছুই গুরুত্বপূর্ন গ্রাফিক্স রিভারে Business Card সাবমিট করতে হলে। এছাড়া তো ইনফরমেশন টেক্সট দিতে হবে। এখানে html code দিয়ে রেডি করতে হয়। সব কিছু বলা সম্ভব না তাই টিউটোরিয়াল তৈরি করেছি খুব সুন্দর ভাবে গুছিয়ে বলেছি যেন আপনদের সকলের বুঝতে সুবিধা হয়। মনে রাখবেন Business Card এর মকআপস এর উপর অনেক কিছু নির্ভর করে আপনার ডিজাইন সুন্দর কিন্তু ভাল মকআপস এ যদি না বসান তাহলে Business Card টি সুন্দর লাগবেনা আর দেখতে সুন্দর না হলে কেউ কিনবেনা। ধন্যবাদ সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
কিভাবে ফ্রি Fonts,Shape Icon, ব্যবহার করে একটি Corporate Business Card ডিজাইন করবেন Graphicriver এ Upload করার জন্য?
কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফ্রি Fonts,Shape Icon, ব্যবহার করে একটি Corporate Business Card ডিজাইন করবেন Graphicriver এ Upload করার জন্য। এটা খুবিই গুরুত্বপূর্ন বিষয়, আপনি যদি গ্রাফিক্স রিভারে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন একটা Business Card ডিজাইন করলে অনেক নিয়মকানুন মেনে ডিজাইন করতে হয়। যারা নতুন তারা তো এখনো কালার ভেরিয়েশন বুঝেনা ১টা কালার এর ডিজাইন করেই আপলোড করে দেই, আগে এপ্রুভ হতো কিন্তু এখন ৪টা ভেরিয়েশন না দিলে গ্রাফিক্সরিভারে কখনো এপ্রুভ হবেনা। তাছাড়া ফ্রি ফন্ট এবং সেপ মুডে থাকা আইকন ছাড়া রাস্টারাইজ কোন কিছুই ব্যবহার করা যাবেনা। ভাল ভাবে ব্লিড ডাই কাট,সেফ লাইন দিয়ে একটি কার্ড ভাল ভাবে ডিজাইন করলে আপনার কার্ড এপ্রুভ হওয়ার সম্ভবনা ৬০%। আর সবাই জানেন এপ্রুভ করাতে পারলেই সেল হয় ৯০% এইভাবে ২০টা ডিজাইন ১মাসে এপ্রুভ করালে আপনার একাউন্টে মিনিমাম ৬০/৭০ডলার চলে আসবে। Business Card ডিজাইন করতে হলে ফন্ট খুবই গুরুত্বপূর্ন জিনিস। এরজন্য আপনি ব্যবহার করতে পারেন Lato, Roboto,Nexa, Open Sans, এইসবগুলি স্যান্সসেরিফ ফন্ট...